Trending
হাওড়া মেট্রো চালু হতেই মাথায় হাত হলুদ ট্যাক্সি চালকদের। যাত্রীদের সুবিধা তো হল। কিন্তু হলুদ ট্যাক্সি চালক, বাস চালক বা ওলা উবেরর মতো অ্যাপ ক্যাব ড্রাইভারদের তো নাজেহাল পরিস্থিতি।
যাত্রীদের জন্য হাওড়া মেট্রো চালু হওয়ার বিষয়টা ঐ শাপে বড় হওয়ার মতই। কেন? এই দেখুন না। অ্যাপ ক্যাব বা হলুদ ট্যাক্সিতে চড়ে এসপ্ল্যানেড আসতে আগে খরচ হত ২০০-২৫০ টাকা। আর এখন মেট্রোর সুবাদে সেই একই রাস্তা তারা মাত্র ১০ টাকায় চলে আসতে পারছেন। আর সেখান থেকে ব্লু লাইনের মেট্রো ধরে দক্ষিণেশ্বর বা নিউ গড়িয়া যেতে পারছেন। তাতেও বড়োজোর খরচের অঙ্ক ৩০ টাকা। আর ট্যাক্সিতে? ৫০০-৬০০ টাকা।
স্বাভাবিকভাবেই যাত্রী সংকটে ভুগছেন শহরের হলুদ ট্যাক্সিচালক এবং অ্যাপক্যাব চালকরা। আগে কজেখানে দিনে ১৫০০ থেকে ২০০০ টাকা রোজগার করা কোন ব্যাপারই ছিল না। সেখানে এখন ৮০০ টাকা তুলতে তাদের কালঘাম ছুটে যাচ্ছে। উপরন্তু পারকিং লটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ঘণ্টা প্রতি ৭১ টাকা করে এক্সট্রা খরচ গুনতে হচ্ছে তাদের। বাধ্য হয়েই ট্যাক্সির ভাড়া কমাতে বাধ্য হয়েছেন তারা।
এদিকে মেট্রো চালু হতেই সিঙ্গেল যাত্রী তো রীতিমতো ট্যাক্সি বা অ্যাপক্যাব বিমুখ। হবে হ্যাঁ! কিছুটা রেহাই। কারণ যাত্রীরা সংখ্যায় একটু বেশি হলে আর তাদের সঙ্গে অনেক লাগেজ থাকলে, তারা ট্যাক্সি বা অ্যাপ ক্যাব বুক করতে যাচ্ছেন। তবে তাতেও যে বিশেষ লাভ হচ্ছে বা লাভ হলেও সেটা যে খুব বেশিদিনের সুখ নয়- তা বোধ হয় ধারণা করা যায়। কেন বললাম?
হাওড়া স্টেশনের ট্যাক্সি চালকদের গল্প তো শুনলেন। এখনই কীরকম নাজেহাল পরিস্থিতি। এদিকে কদিন বাদে আবার শিয়ালদা থেকে হাওড়া ময়দানের মেট্রোর রুট চালু হয়ে যাবে শোনা যাচ্ছে। তখন তো পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। শিয়ালদা স্টেশনের ট্যাক্সিচালক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হল, আর কোন উপায় না দেখেই তারা ভাড়া কমাতে বাধ্য হচ্ছে। আগে যে দূরত্বও যেতে তারা ২০০/২৫০ টাকা চাইতেন, এখন সেই একই দূরত্ব তারা ১০০-১২০ টাকায় যেতে রাজি হয়ে যাচ্ছেন।
অ্যাপক্যবেও একই পরিস্থিতি। তবে যে সমস্ত জায়গা মেট্রো স্টেশন থেকে দূরে, সেই সমস্ত এলাকায় তারা আবার ১০০/২০০ টাকা বাড়িয়ে রাখছেন। পাছে এদিক থেকে লোকসান হলে অন্যদিন থেকে আয় হয়ে তাদের ব্যবসায় একটা ব্যালেন্স থাকে। কিন্তু যত ফ্যাসাদে পড়েছে, শহরের এককালীন সম্রাট সেই হলুদ ট্যাক্সি। অ্যাপক্যাব এসে তাদের ব্যবসায় মন্দা টেনেছিল। আর এখন মেট্রো এসে তাতে যোগ দিয়েছে।
আগামী দনে শোনা যাচ্ছে গোটা কোলকাতা শহর নাকি মেট্রোয় মুড়ে ফেলা হবে। কাজেই হলুদ ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের আগামী দিন কেমন হতে চলেছে, তা তো সময়ই বলবে। দেখা যাক আগামী দিন মানুষ কোনটা বেছে নেন। আরাম নাকি সাশ্রয়!
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ