Market
মহামারিতে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। স্বস্তির খবর শোনাল করদাতাদের। বাড়ানো হল আয়কর রিটার্নের সময়সীমা। করা হল ৩১ মে পর্যন্ত।
জানানো হয়েছে, কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই বেশ কয়েকটি প্রয়োজনীয় তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি। ২০২০-২১ এর আয়কর রিটার্নের তারিখ বাড়িয়ে করা হয়েছে ৩১মে পর্যন্ত। যদিও আগে এই তারিখটি ছিল ৩১ মার্চ পর্যন্ত। একইভাবে যেকোন ব্যক্তি আয়কর সংক্রান্ত কোন বিষয়ে কমিশনারের কাছে আবেদন জানাতে পারবেন ৩১মে পর্যন্ত। অন্যদিকে ডিসপুট রেজোল্যুশন প্যানেলের শেষ তারিখটিও করা হয়েছে ঐ ৩১ মে পর্যন্তই।
বর্তমান পরিস্থিতিতে আয়কর জমা দিতে গিয়ে করদাতাদের বিভিন্ন রকম অতিমারি সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে হচ্ছে। তার ফলে করদাতাদের পড়তে হচ্ছে বিভিন্ন রকম সমস্যায়। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়কর বিভাগ।
ব্যুরো রিপোর্ট