Market
বি পি এন ডেস্ক: প্রভিডেন্ট ফাণ্ডে কর জমা নিয়ে বড় রকমের অদলবদল হল। পিএফে বছরে আড়াই লক্ষ টাকা জমা রাখলে সেক্ষেত্রে সুদেও করে ছাড় মিলত। এমনই ঘোষণা হয়েছিল বাজেটে। কিন্তু সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টাকার অঙ্কের ঊর্ধ্বসীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করেছেন। যদিও কিছু শর্ত আরোপ করে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, কর্মক্ষেত্রে নিয়োগ সংস্থা যদি কর্মীর পিএফে কোন টাকা জমা না করে তবেই মিলবে এই সুবিধা।
কর্মীদের ক্ষেত্রে মূল বেতনের ১২% জমা পড়ে প্রভিডেন্ট ফাণ্ডে। এছাড়া নিয়োগকারি সংস্থাও ১২% জমা দেয় সংশ্লিষ্ট সংস্থার কর্মীর পিএফ অ্যাকাউন্টে। এতদিন পর্যন্ত প্রভিডেন্ট ফাণ্ডে যে কোন অঙ্কের টাকা রাখলেই সুদে মিলত সম্পূর্ণ ছাড়। কিন্তু বাজেটে অর্থমন্ত্রী জানিয়ে দেন, নতুন অর্থবর্ষের ১ এপ্রিল থেকে কর্মীর পিএফে ২.৫ লক্ষের বেশি টাকা জমা পড়লে সুদে কোন কর ছাড় মিলবে না। তার একটা যুক্তি দিয়েছিলেন অর্থমন্ত্রী। জানিয়েছিলেন, উচ্চবিত্ত বেতনভোগীরা কর ছাড়ের সুবিধা পেতে মাইনের অনেক টাকাই পিএফে জমা করতেন।
কিন্তু সম্প্রতি অর্থমন্ত্রী জানিয়ে দেন, পিএফে টাকা জমা দেবার অঙ্ক ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। অবশ্যই যেখানে নিয়োগ সংস্থার থেকে কর্মীদের পিএফে জমা পড়বে না, সেক্ষেত্রেই মিলবে এই করছাড়ের সুবিধে। বিশেষজ্ঞদের বক্তব্য, অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে লাভবান হবেন একমাত্র সরকারি কর্মীরাই। বেসরকারি সংস্থার ক্ষেত্রে বছরে পিএফের অঙ্ক ২.৫ লক্ষ পেরলেই গুণতে হবে সুদ।