Daily
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার বিজেপির কাছা খুলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। সম্প্রতি টুইটে তথাগত বাবু রাজ্যে বিজেপির ভরাডুবির পেছনে তৃণমূল ছেড়ে আসা নেতাদেরকেই দায়ি করেছেন। তাই সোনালী গুহ, অমন আচার্যরা যখন পুরনো দলে ফিরে যাওয়ার জন্য কাকুতি মিনতি করছেন, ঠিক সেই মুহূর্তে টুইটে বোমা ফাটালেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। এবারের বিধানসভা নির্বাচন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক রেওয়াজে পরিণত হয়। ময়দানে দলবদলের হিড়িককেও হার মানিয়ে হেস্টিংসের বিজেপির সদর দপ্তরে প্রতিদিনই বসত এক পতাকা ছেড়ে আরেক পতাকা হাতে নেওয়ার ছবি। আখেরে বিজেপির এই দলবদলের ছবি এই রাজ্যে পুরনো বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দেয়। সেই কারণে রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে বলেই মনে করেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।
রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র ও সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার তথাগত বাবুর টুইটকে অনভিপ্রেত বললেও কেন তিনি তৃণমূল থেকে আগত দলবদলু বসন্তের কোকিলদের সমালোচনা করলেন না সেই প্রশ্নও তোলেন। অন্যদিকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় দলে ফিরতে চাওয়া নেতাদের এখনই দলে ফেরাতে নারাজ। যদিও তিনি বিষয়টিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপরেই ছেড়ে দিয়েছেন।
রাজ্য বিজেপির এবারের ভোটের স্লোগান ইস বার দোশো পার যে ঘুড়ির মত গোঁত্তা খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়েছে তার জন্য তৃণমূল থেকে বিজেপি নেতাদের, যাদের তৃণমূল বীজেমূল বলত, তাদেরকেই দায়ী করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এখন বিজেপি এই প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তার দিকেই তাকিয়ে আছেন ওয়াকিবহাল মহল।
ব্যুরো রিপোর্ট