Daily
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে আসার পর ঘাসফুলের নেতা মন্ত্রীরা যেভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নিচু তলার কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন, তা নিঃসন্দেহে ছিল প্রশংসনীয়। সেই তালিকা থেকে বাদ পড়েন নি শুভেন্দু অধিকারীও। আজ তিনি রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই কারণেই কি নিচু তলার কর্মী সমর্থকদের কথা শোনার সময় তাঁর নেই?
ঘটনার সূত্রপাত দিবাকর দেবনাথ নামে বিজেপির এক সক্রিয় কর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে। যা তিনি শেয়ার করেছেন নিজের টুইটে। সেখানে দেখা যাচ্ছে তিনি আক্রান্ত। তাঁর মাথা ফেটে গেছে, ব্যান্ডেজ করা। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর কাছে সাহায্যের আশায় হোয়াটসঅ্যাপ করলেও শুভেন্দুর থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে দিবাকরের এই টুইটটি রি-টুইট করেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। যে কারণে আবারও অস্বস্তি তৈরি হল বিজেপি শিবিরে। চেনা মেজাজে এবারেও তথাগতর নিশানায় তৃণমূল থেকে আসা ভুঁইফোর নেতা যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন নিচু তলার কর্মী সমর্থকদের জন্য, কিন্তু বাস্তবে ছবিটা বদলে গেল একেবারে অন্যরকম। যদিও বিজেপি দলের বক্তব্য, যেহেতু তথাগতবাবু বর্তমানে দলের কোন পদে নেই তাই এ সবই তাঁর নিতান্ত ব্যক্তিগত। কিন্তু তথাগত যেভাবে নিচু তলার কর্মীর পাশে থাকার বার্তা সুকৌশলে নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে দিলেন, তাতে বিজেপি শিবিরে যে অস্বস্তি বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।
ব্যুরো রিপোর্ট