Market
ফের আরেকটি সংস্থা নিজেদের হাতে নিতে চলেছে টাটা গ্রুপ। কিনতে চলেছে উড়িষ্যার সংস্থা নীলাচল ইস্পাত নিগম লিমিটেড। আর এই সংস্থাই সামনের মাসে অধিগ্রহণ করতে চলেছে টাটা স্টিল।
জানা গিয়েছে, উড়িষ্যার নীলাচল ইস্পাত নিগম লিমিটেড অধিগ্রহণ করার জন্য টাটা স্টিল বিনিয়োগ করেছে ১২,১০০ কোটি টাকা। মনে করা হচ্ছে, সামনের মাসেই টাটা স্টিলের হাত ধরে এই সংস্থার অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হবে। জানা গিয়েছে, নীলাচল ইস্পাত নিগম লিমিটেড বেশ কয়েক বছর ধরেই লোকসানের বোঝা টেনে চলেছে। সংস্থার মাথায় ঋণ রয়েছে প্রায় ৬,৬০০ কোটি টাকা। এছাড়াও এই সংস্থার ব্যাঙ্কে ঋণ রয়েছে ৪,১০০ কোটি টাকা।
বিপুল অঙ্কের ঋণের ভার থাকায় ২০২০ সালের ৩১ মার্চ বন্ধ হয়ে যায় সংস্থাটি। প্রসঙ্গত, নীলাচল ইস্পাত নিগম লিমিটেড অধিগ্রহণের জন্য টাটা স্টিলের সঙ্গে এক সারিতে ছিল জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, জে এস ডব্লিউ স্টিল লিমিটেডের মতন একাধিক সংস্থা। কিন্তু সব সংস্থাকেই পিছনে ফেলে দিয়ে নীলাচল ইস্পাত নিগম লিমিটেড অধিগ্রহণ করল টাটা স্টিল।