Market

অব্যাহত শেয়ার বাজারের দৌড়। ইতিমধ্যেই সূচক ৬০ হাজারে পৌঁছে তৈরি করেছে রেকর্ড। নিফটিও উঠেছে নয়া উচ্চতায়। এরইমধ্যে খুশির খবর দালাল স্ট্রিটে। শেয়ারবাজারের দুরন্ত গতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টাটা এবং রিলায়েন্সের শেয়ারের অঙ্ক।
জানা গিয়েছে, টাটা গ্রুপের অধিকৃত ২৮টি সংস্থায় বিনিয়োগের সর্বমোট অঙ্কের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লক্ষ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে টাটা গ্রুপে ব্যাপক পরিমাণ বিনিয়োগের কারণে রিটার্ন এসেছে ৪০% বেশি। অন্যদিকে টাটা ছাড়াও মুকেশ অম্বানির রিলায়েন্স গ্রুপের ভরা বাজার দেখল দালাল স্ট্রিট।
রিলায়েন্স গ্রুপের অধিকৃত মোট ৯টি সংস্থার শেয়ারের অঙ্ক বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ কোটি টাকা। লাভের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ২৮%। টাটা এবং রিলায়েন্সের পরেই বাজাজ তৃতীয় সংস্থা যা শেয়ারে লাভের অঙ্ক বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। আদিত্য বিড়লা, লার্সেন অ্যান্ড টুবরো রয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে। রিলায়েন্স এবং মাহিন্দ্রা নিজেদের বাজার ধরে রাখতে পারলেও এইচডিএফসি গ্রুপের পারফর্মেন্স ছিল বেশ কম। এছাড়া ইন্ডিয়াবুলস বা কিশোর বিয়ানির ফিউচার গ্রুপের রিটার্ন এসেছে নেগেটিভ।
তাই সবদিক থেকে বলাই যায়, শেয়ারবাজারে এই ভরা বাজারের জন্য একদিক থেকে বড় অঙ্কের লাভ ঢুকেছে রিলায়েন্স এবং টাটার ঘরে। ফলে মার্কেটে এই দুই সংস্থার লাভের অঙ্ক এসেছে জোয়ার।
ব্যুরো রিপোর্ট