Trending

ফের ভারতের জন্য এক গর্বের মুহূর্ত তৈরি করল টাটা গ্রুপ। গোটা বিশ্বের কাছে এর আগেই নিজের ব্র্যান্ডের প্রচারে বেশ ভালোরকম সফলতা অর্জন করেছিল এই বহুজাতিক সংস্থাটি। আর এবার বিশ্বের অন্যান্য সব নামিদামি সংস্থাদের সাথে টক্কর নিয়ে, অ্যানুয়াল গ্লোবাল ৫০০ (Annual Global 500)-র প্রকাশিত ২০২২ সালের মূল্যবান ব্র্যান্ডের তালিকায় নিজের নাম নথিভুক্ত করল টাটা গ্রুপ। বিশ্বের মোট ১০০ টি সেরা ও মূল্যবান ব্র্যান্ডকে বেঁছে নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। আর ২০২২ এর সেই তালিকাতেই ৭৭ তম স্থানে নিজের জায়গা করে নিয়েছে টাটা গোষ্ঠী।
অ্যানুয়াল গ্লোবাল ৫০০ এর প্রকাশিত এই তালিকায় মূলত বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলির জায়গা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই অ্যাপেল, মাইক্রোসফট, গুগল বা অ্যামাজনের মতো সংস্থাগুলির নাম থাকা তো মাস্ট। আর এবারের তালিকায় প্রথম পাঁচেই জায়গা পেয়েছে এই প্রযুক্তি সংস্থাগুলি। এরমধ্যে প্রথম স্থানে রয়েছে অ্যাপেল (ব্র্যান্ডের মূল্য ৩৫৫.১ বিলিয়ন মার্কিন ডলার), দ্বিতীয়তে অ্যামাজ়ন (ব্র্যান্ডের মূল্য ৩৫০.৩ বিলিয়ন ডলার), তৃতীয়তে গুগল (ব্র্যান্ডের মূল্য ২৬৩.৪ বিলিয়ন ডলার), চতুর্থতে মাইক্রোসফট (ব্র্যান্ডের মূল্য ১৩৫.৪ বিলিয়ন ডলার)।
অপরদিকে মিডিয়া ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ বলে পরিচয় পেল টিকটক। এছাড়াও বিশ্বের সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়ার নিরিখেও নাম উঠে এল এই অ্যাপের। প্রসঙ্গত, এই পুরো ১০০ টা ব্র্যান্ডের তালিকার মধ্যে টাটা গোষ্ঠীই এমন একটা ব্র্যান্ড যেটা ভারতীয়। বর্তমানে এই টাটা গ্রুপ ১২.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে এই ৭৭ তম স্থান দখল করেছে। এবং বর্তমানে এই সংস্থাটির দাম দাঁড়িয়েছে ২৩.৯ বিলিয়ন ডলার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ