Share Market
দুটো আলাদা কোম্পানিতে ভাগ হয়ে যাচ্ছে টাটা মোটরস। শেয়ার বাজারে আসবে আলাদাভাবে দুটো কোম্পানি। একটি কোম্পানি শুধু কমার্শিয়াল ভেহিকল তৈরি করবে আর অন্য একটা কোম্পানি তৈরি করবে পাবলিক ভেহিকল। যার মধ্যে থাকছে ব্যাটারি চালিত গাড়ি এবং জাগুয়ার, ল্যান্ড রোভারের মত বিভিন্ন গাড়ির মডেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে ইনভেস্টরদের মধ্যে। তাঁদের প্রশ্ন, কোম্পানি যদি দুটো ভাগে ভাগ হয়ে যায় তাহলে টাটা মোটরসের শেয়ার হোল্ডারদের কী হবে? সেটাই বলব আজকের প্রতিবেদনে।
দেখুন শেয়ার বাজারে টাটা মোটরসের স্টক ইনভেস্টরদের পছন্দের স্টক তালিকার অন্যতম। ফলে ডিমারজার হলে কোন স্টকে ইনভেস্ট করার সুবর্ণ সুযোগ তৈরি হতে চলেছে? কোথায় ইনভেস্ট করা যেতে পারে? পাবলিক ভেহিকলের স্টকে নাকি কমার্শিয়াল ভেহিকলের স্টকে? এই বিষয়ে মার্কেট এক্সপার্টরা কী বলছেন জানেন? দেশে প্রিমিয়াম গাড়ির বাজারে টাটা মোটরস খুব ভালো সাফল্য পেয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই কোম্পানির স্টক এখনো রয়েছে স্ট্রং বাই পজিশনে। ইভি সেক্টরেও টাটা ভালোরকম ছাপ ফেলছে। তবে এক্ষেত্রে অন্য একটা চিন্তা রয়েছে। আর সেটা হল একদিকে টেসলার অবস্থা খুব ভালো নয়। আবার অন্যদিকে চিন ইভি গাড়ির ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে থাকছে। ফলে ভালোরকম কম্পিটিশন তৈরি হতে চলেছে ভবিষ্যতে। তবে একটা বিষয়। পাবলিক ভেহিকল সেক্টরে টাটা কিন্তু এখনো নিজের জমি ছাড়ে নি। তাই এক্সপার্টরা মনে করছেন, ভবিষ্যতে পিভি সেক্টরে টাটাদের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। আবার কমার্শিয়াল সেক্টর বেশ সাইক্লিক্যাল একটা পজিশনে। ট্রেডাররা এই খবর পাবার পরেই তাই বেশি ঝুঁকছেন পাবলিক ভেহিকল সেক্টরের দিকে। আর সত্যি বলতে কি আগামী দিনেও এই স্টক দুর্দান্ত রিটার্ন দেবার জায়গা তৈরি করে রেখেছে। তাহলে প্রশ্ন, যাত্রীবাহী গাড়ির সেক্টর নিয়ে যদি তেমন চিন্তা না থাকে তাহলে কি চিন্তার কারণ হতে পারে কমার্শিয়াল সেক্টর?
দেখুন শেয়ার হোল্ডারদের এই বিষয়ে খুব একটা চিন্তা করতে বারণ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। কারণ টাটা মোটরস জানিয়েছে এমপ্লয়ি, গ্রাহক এবং অংশীদারদের উপর এই ডিমার্জার কোন নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে না। এই বিষয়ে মুখ খুলেছেন খোদ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তিনি বলছেন, গত কয়েক বছরে কোম্পানিতে যে একাধিক বদল আনা হয়েছে তা সবটাই হয়েছে ব্যবসায়িক স্বার্থে। এই ডিমার্জার হলে সেক্ষেত্রে ক্ষতি তো হবেই না। বরং আলাদা সেক্টর আলাদা আলাদা পুঁজি টানতে সক্ষম হবে। আর চন্দ্রশেখরনের কথার সূত্র ধরেই ইনভেস্টররা মনে করছেন, অযথা আশঙ্কা প্রকাশের প্রয়োজন নেই। কারণ ট্রেডারদের একটা বড় অংশ এই ডিমার্জারকে স্বাগত জানিয়ে যাত্রীবাহী গাড়ি এবং কমার্শিয়াল গাড়ি দুই সেক্টরের সঙ্গে থাকবেন। কারণ লং টার্মে এই দুটো সেক্টর থেকেই ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি করে দেবে টাটা মোটরস। তবে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই পরামর্শ করে নেবেন আপনার ফিনানশিয়াল অ্যাডভাইজারের সঙ্গে। বিজনেস প্রাইম নিউজ কখনোই নির্দিষ্ট শেয়ার বেচাকেনায় মত দেয় না। ইনভেস্টরদের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়াই লক্ষ্যমাত্র। খেয়াল রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ সর্বদা ঝুঁকিপূর্ণ। আজকের ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ