Market

২০২২ সালে গাড়ি বিক্রির বাজারে নয়া রেকর্ড তৈরি করেছে টাটা মোটর্স। গত বছরের তুলনায় গাড়ি বিক্রি বেড়েছে প্রায় ২০৪ শতাংশ। যাত্রীবাহী গাড়ি এবং ইলেকট্রিক ভেহিকেল, দুদিকেই সেরা ইনিংস খেলেছে গাড়ি বাজারে।
গত মাসে মোট ৪৩,৩৪১ টি গাড়ি বিক্রি করেছিল সংস্থাটি। চলতি বছর এপ্রিলের তুলনায় মে মাসে টাটা মোটর্সের বিক্রি বেড়েছে নজিরবিহীন। প্রায় ৪.২২ শতাংশ। এপ্রিলে প্রায় ৪১,৫৮৭ ইউনিট গাড়ি বিক্রি করেছিল কোম্পানিটি। মে মাসে ইলেকট্রিক গাড়ি বিক্রির পরিমাণ ছাপিয়ে গিয়েছে যাত্রীবাহী গাড়ি বিক্রির হারকেও। যা কি না ২০২১ সালের তুলনায় ৬২৬ শতাংশ বেশি।
তবে শুধু যাত্রীবাহী গাড়িই নয়। বানিজ্যিক গাড়ি বিক্রির বাজারেও যথেষ্ট সফল টাটা। শুধুমাত্র মে মাসেই মোট ৩২,৮১৮ ইউনিট বানিজ্যিক গাড়ি বিক্রি করেছে টাটা মোটর্স। একইসঙ্গে ১৪০৪ টি পণ্যবাহী গাড়ি রপ্তানি করেছে জনপ্রিয় এই কোম্পানিটি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ