Daily

শুরুটা সেই ১৮৬৮ তে। তারপর থেকেই চলে বাজারে টিকে থাকার লড়াই, টিকিয়ে রাখার লড়াই। চলে ব্যবসায়িক আলোআঁধারির খেলা। ভারতের ইকোনমির শ্রীবৃদ্ধির পেছনে যে শক্ত শিরদাঁড়াটা এতদিন ধরে সাইলেন্ট কন্ট্রিবিউটারের মত দাঁড়িয়ে রয়েছে তার নাম টাটা। বিএসসি সেনসেক্স থেকে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জ, জামশেদজি টাটার সৃষ্টি এই টাটার নাম সাধারণত থাকে প্রথম সারিতেই। বিশ্বব্যাপী ছেয়ে রয়েছে টাটার ক্রেজ।
বিশ্বের গাড়ি বাজারেও বেশ ভালোভাবেই রাজ করছে সৃষ্টি টাটা মোটরর্স। ৪ চাকা, ১২ চাকা বা ১৮ চাকা কি নেই তার ভাণ্ডারে। যদিও একুশের শেষটা খুব একটা সুখকর ছিল না টাটার জন্য। তবে নতুন বছর আসতে না আসতেই ফের স্বমহিমায় টাটা। বাজিমাৎ করেছে গাড়ি বাজারে। একমাসে ৪০,৭৮০ ইউনিট গাড়ি বিক্রি করে রেকর্ড করেছে টাটা মোটরর্স। ব্যবসার ভাঁড়ারে শ্রীবৃদ্ধি ঘটেছে ৫১.১%।
এবছরে টাটার যে গাড়িগুলো বিক্রির দৌড়ে এগিয়ে ছিল, দেখে নিন এক নজরেঃ
টাটা নেক্সন
প্রথম মাসেই গাড়ি বিক্রিতে নজির তৈরি করেছে টাটা নেক্সন। মাত্র, এক মাসে বিক্রি হয়েছে ১৩,৮১৬ ইউনিট। গত বছরের তুলনায় যে সংখ্যাটা ৬৮% বেশি। পাশাপাশি নেক্সনের ইলেকট্রিক ভার্সনটাও কিন্তু বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। দেশ জোড়া পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি যেখানে অনুঘটকের কাজ করেছে।
টাটা পাঞ্চ
সাব কম্প্যাক্ট এসইউভি গাড়িটি গত অক্টোবরে লঞ্চ হলেও কিন্তু বাজারের ক্রেজ কুড়িয়েছে বিপুল পরিমানে। যাত্রীসুরক্ষায় সর্বাধিক নিরাপত্তা প্রাপ্ত এই গাড়িটি বিক্রির নিরিখে রয়েছে দ্বিতিয় স্থানে। বিক্রি হয়েছে ১০,০২৭ টি ইউনিট।
টাটা টিয়াগো
প্রতিযোগিতার বিচারে সামান্য কিছুটা পিছিয়ে রয়েছে টাটা টিয়াগোর নাম। জানুয়ারি মাসে ব্রিক্রির গ্রাফে সাময়িক পতন আসলেও কর্মকর্তাদের বিশ্বাস, সদ্য লঞ্চ হওয়া সিএনজি ভার্সনটি ফের জনপ্রিয়তা কুড়াবে বাজারে।