Market
গাড়ি বাজারে ইতিহাস তৈরি করল টাটা মোটর্স। লাভের দিক থেকে টেক্কা দিল মারুতি সুজুকিকে। দশ বছরের মধ্যে এই প্রথম গাড়ি বাজারে হাসি চওড়া হল টাটার। সূত্রের খবর, মারুতির থেকে গাড়ি পিছু দ্বিগুণ লাভ করেছে টাটা মোটর্স। সেপ্টেম্বর পর্যন্ত টাটা মোটর্সের ব্যবসা মারুতিকে দিয়েছে জোর টক্কর।
জানা গিয়েছে, সেপ্টেম্বরে টাটা মোটর্সের ব্যবসা বৃদ্ধি পেয়েছে ৫৩%। অন্যদিকে মারুতির গাড়ি বিক্রি কমেছে কিছুটা। তার অন্যতম কারণ, যন্ত্রাংশের অভাব। ২০২০-২১ অর্থবর্ষে গাড়ি বিক্রির গ্রাফ ছিল রীতিমত ঊর্ধ্বমুখী। জানা গিয়েছে টাটার সিএনজি গাড়ির রেজিস্ট্রেশন বেড়েছে ৪১.৬ শতাংশ। একদিকে যেখানে টাটা মোটর্স গাড়ি পিছু লাভ করেছে প্রায় ৪৫,৮১০ টাকা। সেখানে মারুতির লাভের অঙ্ক থেকেছে বেশ কম। স্বাভাবিকভাবেই টাটা মোটর্স গাড়ি ব্যবসায় বড়সড় প্রতিযোগিতার মুখে ফেলে দিল মারুতি সুজুকিকে। ব্যবসার নিরিখে তাদের এই বৃদ্ধি স্বাভাবিকভাবেই হাসি চওড়া করল টাটা গোষ্ঠীর। মারুতির মত দেশের অন্যতম বৃহৎ এই গাড়ি সংস্থাকে পিছনে ফেলে দিয়ে গাড়ি বাজারে ভালোরকম উত্থান দেখল টাটা মোটর্স।
ব্যুরো রিপোর্ট