Trending
গাড়ি বাজারে নতুন গাড়ি নিয়ে হাজির হল টাটা। লঞ্চ করল টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। গাড়ি বাজারে টাটার এই নতুন গাড়ি ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি করেছে। সামনে এসেছে এই গাড়ির কিছু অত্যাধুনিক ফিচার্স।
সেফটি রেটিংয়ে টাটা মোটর্সের এই গাড়ি পেয়েছে ৫ স্টার রেটিং। অন্যদিকে চাইল্ড অকুপেন্ট সেফটি রেটিংয়ে টাটার এই মাইক্রো এসইউভি পেয়েছে ৪ স্টার রেটিং।
টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি গাড়িতে থাকছে ১.২ লিটারের রেভোট্রন পেট্রোল ইঞ্জিন। থাকছে ডায়না প্রো প্রযুক্তি।
এই গাড়ির টপ ভ্যারিয়েন্টে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। রয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৯০ ডিগ্রি ওপেনিং ডোর এবং রেন সেনসিং ওয়াইপার।
টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি গাড়িটি বাজারে হাজির হয়েছে ছয়টি ডুয়াল টোন কালার এবং তিনটি মোনো কালারে। অত্যাধুনিক প্রযুক্তির দিক থেকে টাটার এই গাড়ি রীতিমত টেক্কা দেবে মারুতি বা রেনল্টের এসইউভি গাড়িকে।
ব্যুরো রিপোর্ট