Jobs

২৩ শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ করতে চলেছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আবেদন কিন্তু কেবলমাত্র অনলাইনেই করা যাবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.tiss.edu.in
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা বিষয়ে জানতে এই লিঙ্কে https://tiss.edu/uploads/files/Faculty_Recruitment_Advertisement___30_December_2021-DT.pdf । কিভাবে নির্বাচন করা হবে? প্রার্থীদের পূর্ববর্তী রেকর্ডের উপর ভিত্তি করে বাছাই করা হবে। সেমিনার অথবা বক্তৃতা বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আবেদন ফি হিসেবে জেনারেল ক্যাটাগরি, ওবিসি এবং ইডব্লিউ এসপ্রার্থীদের জন্য আবেদনের ফি হিসেবে ২০০০ টাকা এবং তফসিলি জাতি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। মহিলাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
ব্যুরো রিপোর্ট