Jobs

করোনা আবহে অনিশ্চয়তাই মানুষের ছায়াসঙ্গী হয়ে উঠেছে। কখনো জীবন, কখনো জীবিকা। এমন ত্রাসের পরিবেশে তাই স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে আরো দ্রুত পৌঁছনোর চেষ্টা করছে। যেমন দুয়ারে ওষুধ। প্রেসক্রিপশন আপলোড করলেই ঘরের সামনে সংস্থা হাজির হবে ওষুধ নিয়ে। এমন কিছু বেসরকারি অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ইতিমধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছে। তারই মধ্যে একেবারে সামনের সারিতে রয়েছে ওয়ানএমজি। বিখ্যাত এই সংস্থাটি এতদিন মানুষের জীবন বাঁচানোর কাজটি করেছে এবার জীবিকার দিকেও নজর দিলো এই সংস্থা।
টাটার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর ওয়ানএমজি অনলাইন ওষুধ ডেলিভারি প্ল্যাটফর্মে নিজেদের একটা শক্ত ভিত তৈরি করে নিয়েছে। এবার নজিরবিহীনভাবে বেকারত্ব দূরীকরণের কাজেও মনযোগী হল। মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে একজন বেকার নিজেই শুরু করতে পারবেন এই ব্যবসা। কী সেই ব্যবসা জেনে নেওয়া যাক।
যেহেতু এই ব্যবসা টাটার সঙ্গে হবে তাই লোকসানের সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। মূলত গ্রামাঞ্চলে এই ব্যবসা বেশি লাভজনক হয়ে উঠতে পারে। সম্প্রতি টাটা গ্রুপ একটি নতুন প্রকল্প বাজারে এনেছে। যার নাম ‘সেহাত কে সাথী’। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলে আপনাকে একটি নির্দিষ্ট এলাকা বেছে দেওয়া হবে। যেখান থেকে আপনাকে ওয়ানএমজি-র জন্য নতুন ক্রেতা খুঁজে আনতে হবে। যতজন ক্রেতা আনতে পারবেন মাথপিছু সেই কমিশন আপনাকে দেওয়া হবে।
উল্লেখ্য, এই ব্যবসা করতে চাইলে তার জন্য কোনরকম সার্টিফিকেট বা নতুন কিছু তৈরি করার প্রয়োজন নেই। বরং আপনার হাতে দেওয়া হবে একটি সুগার চেক করার মেশিন, একটি রক্তচাপ পরীক্ষা করার মেশিন এবং ৫০০ টি ভিজিটিং কার্ড।
ব্যুরো রিপোর্ট