Daily

সাফল্য, মানবিকতা ও বিনয়ের মনুষ্য রূপ হলেন রতন টাটা। দেশের দুর্দিনে যেভাবে তিনি মানুষের পাশে থেকেছেন তা দেশবাসীকে রীতিমত অবাক করেছে। এর আগেও নানা মানবিক উদাহরণের জন্য সমাদৃত তিনি। দেশবাসীর পাশাপাশি তিনি তথা তার সংস্থা পাশে থেকেছে টাটার কর্মীদের।
এবার করোনায় মৃত কর্মীর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে ভারতের অন্যতম বৃহৎ সংস্থা টাটা স্টিল। করোনায় প্রতিষ্ঠানটির কোনো কর্মচারীর মৃত্যু হলে তার ৬০ বছর বয়স পর্যন্ত তার পরিবারকে পূর্ণ মাসিক বেতন দেবে টাটা গোষ্ঠী। চিকিৎসা ও অন্যান্য যেসব সুবিধা তিনি পেতেন, সবটাই তার পরিবারকে প্রদান করা হবে। এ ছাড়াও যেসব কর্মীরা মারা ইতিমধ্যেই মারা গিয়েছেন, তাদের সন্তানদের স্নাতক পর্যন্ত পড়াশোনার সমস্ত দায়ভারও গ্রহণ করবে টাটা গোষ্ঠী। সংস্থার তরফে একটি টুইটে বলা হয়, করোনায় মৃত কর্মীদের পরিবারের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর চেষ্টা করবে টাটা স্টিল।
ভারতে করোনার সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুমিছিল। এমতবস্থায় টাটার এই উদ্যোগ স্বাভাবিকভাবেই অত্যন্ত মানবিক। একই পথে হেঁটেছে আতিথেয়তা কোম্পানি, বোরোসিল কোম্পানি সহ অনেকেই।
ব্যুরো রিপোর্ট