Market

চিনকে টক্কর দিতে এবার জোর প্রস্তুতি নেওয়া শুরু করল TATA Group। দেশের বাজারে টাটা পা রাখতে চলেছে ব্যাটারি শিল্পে। জানা গিয়েছে, একটি বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেই টাটা তৈরি করবে ব্যাটারি। যা দেশীয় বাজারে বড়সড় ধাক্কা দিতে পারে চিনকে। একইসঙ্গে বিশ্ব বাজারেও বার্তা পৌঁছে দেবে টাটা।
গোটা বিশ্বেই ব্যাটারির মার্কেটে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে আসছে চিন। ভারতের বাজারে যে ব্যাটারি পাওয়া যায়, তার সিংহভাগ ম্যানুফ্যাকচার করে থাকে চিন। ফলে ব্যাটারি শিল্পে চিনের প্রভাব অনেকটাই বেশি। কিন্তু সম্প্রতি টাটা গ্রুপ সেই বাজার ধরতে উঠেপড়ে লেগেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, TATA যদি ব্যাটারি তৈরিতে সাফল্য দেখতে পায় তবে সেটা চিনের কাছে যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষেত্রেও TATA গ্রুপের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। আর যে কারণে বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়ির মডেল তৈরির কথা ভাবছে TATA Group। যার মধ্যে অন্যতম টাটা মোটর্স এবং ল্যান্ড রোভার।
সূত্রের খবর, TATA ইতিমধ্যেই ব্যাটারি শিল্পে পা ফেলার জন্য ব্লু-প্রিন্ট তৈরি করে নিয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে একজোট হয়ে ব্যাটারি তৈরিতে ভালোরকম ছাপ ফেলতে প্রস্তুত থাকবে টাটা গ্রুপ। নিজেদের ব্যবসায়িক সম্প্রসারণের পরিকল্পনা ইতিমধ্যেই TATA Group ভবিষ্যতের জন্য তৈরি করে নিয়েছে। বৈদ্যুতিক গাড়ি শিল্পের পর ব্যাটারি নির্মাণ TATA Group কে এক বড়সড় উত্থান দেবে বলেই মনে করছে বাজার বিশেষজ্ঞরা।