Daily

কনজিউমার প্রোডাক্টসে নিজেদের ব্যবসার বিস্তৃতি ঘটাতে উদ্যোগী হল টাটা গ্রুপ। অদূর ভবিষ্যতে পাঁচটি ব্র্যান্ড কিনে নেওয়ার পরিকল্পনা করছে টাটা। যা সংস্থার ভবিষ্যৎকে অনেকটা দৃঢ় করবে বলেই মনে করছেন শীর্ষ কর্তারা। তবে কোন কোন ব্র্যান্ড টাটার কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, পানীয় ব্যবসায় ইতিমধ্যেই নিজের ছাপ ফেলেছে টাটা গ্রুপ। নারিশকো বেভারেজ লিমিটেডের ভালো শেয়ার অধিগ্রহণ করে রেখেছে টাটা। একইসঙ্গে টাটার হাতে রয়েছে সোলফুল নামের একটি খাবারের সংস্থাও। এর সঙ্গে যুক্ত হয়েছে টাটা কফি। রয়েছে স্টারবাকসকে আরও ছড়িয়ে দেওয়ার মত সুদূরপ্রসারী পরিকল্পনা। ২০২১-২২ অর্থবর্ষে এমনিতেই স্টারবাকসের ৫০টি বিপণি সংস্থা খোলা হয়। একইসঙ্গে জানা গিয়েছে, আগামী দিনে গোটা দেশে ১ হাজারের মত আউটলেট খোলার পরিকল্পনা নিয়েছে টাটা গ্রুপ।
উল্লেখ্য, টাটা গ্রুপ এমনিতেই ভোগ্যপণ্যের বাজার ধরতে অনেকদিন ধরেই পরিকল্পনা করছে। কিন্তু দেশীয় বাজারে তার জন্য টাটাকে বেশ ভালোরকম প্রতিদ্বন্দিতার মুখোমুখি হতে হবে। তার মধ্যে অন্যতম ইউনিলিভার এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই রিলায়েন্স ছোট, বড় মিলিয়ে ৬০টি ব্র্যান্ডের ভোগ্যপণ্য কিনে নেওয়ার পরিকল্পনা করেছে। তাই সব মিলিয়ে বলাই যায়, কনজিউমার প্রোডাক্টসে নিজেদের ব্যবসা প্রসারের পরিকল্পনা করলেও আভ্যন্তরীণ বাজারে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হবে টাটাকে।