Market

ঠিক ১৩ বছর আগে বাম দুর্গ ভেঙে দিয়ে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের কাছে আরও পৌঁছে যাবার জন্য এবং বাম শাসনে সমাপ্তি টানার জন্য তখন সিঙ্গুর আন্দোলনই হয়ে উঠেছিল মমতার প্রধান অস্ত্র। তার জন্য রাজ্যছাড়া হতে হয় টাটাকে। চিরকালের মত বন্ধ করে দিতে হয় ন্যানো তৈরির কারখানা।
আর ঠিক ১৩ বছর পরে আবারও গুঞ্জন, রাজ্যে ফিরে আসতে পারে টাটা! যাকে ত্যাগ করেই রাজ্য রাজনীতির পট পরিবর্তন, আজ শিল্পে জোয়ার আনতে এবং কর্মসংস্থানের সুরাহা করতে টাটা গোষ্ঠীকেই আমন্ত্রণ জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই নিয়ে অবশ্য তাঁর বক্তব্য, টাটা গোষ্ঠীর বিরুদ্ধে কোন লড়াই ছিলনা। বাংলায় তাদের স্বাগত।
রাজ্যে উন্নয়নের ধ্বজা তৃণমূল সুপ্রিমো যতই তুলে ধরুন না কেন, বেকারত্ব এবং কর্মনাশা বাংলার কথা বারবার সুর চড়িয়ে বিব্রত করেছে বিরোধীরা। তাই রাজ্যে শিল্পে জোয়ার আনতে এবার সেই উদ্যোগই নিয়েছে তৃণমূল সরকার। বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্প সম্ভাবনা তৈরি করতে রাজ্য বদ্ধপরিকর। আর ঠিক এই পরিস্থিতিতে রাজ্য সরকার চাইছে আবারও বিপুল বিনিয়োগ টাটা গ্রুপের হাত ধরেই।
সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেভাবে টাটাকে স্বাগত জানিয়েছেন, তাতে জোড় জল্পনা হয়ত আবারও রাজ্যে ফিরতে চলেছে টাটা।
ব্যুরো রিপোর্ট