Daily

ভারতের নাম্বার ওয়ান ব্র্যান্ড হলো টাটা। এবার এই টাটা গ্রুপ অংশীদারিত্ব কিনতে চলেছে ভারতের সবচেয়ে বড়ো প্যাকেজ ওয়াটার কোম্পানি Bisleri International- এর। এর ফলে দেশের অন্যতম বৃহত্তম গোষ্ঠী টাটার, স্টেক থাকতে চলেছে দেশের সবচেয়ে নামি পানীয় জলের সংস্থাতেও ।
একটি সূত্র মারফৎ দাবি করা হয়েছে, বিসলারি ইন্টারন্যাশনালের স্টেক কেনার জন্য অফার করেছে টাটা গ্রুপ। বিসলারির স্টেক কেনার ব্যাপারে বেশ ভালো রকম উৎসাহিত টাটা গ্রুপ , এমনটাই জানা গেল এক সংবাদমাধ্যম সূত্রে । বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে এন্ট্রি-লেভেল, মিড-সেগমেন্ট এবং প্রিমিয়াম প্যাকেজড পানীয় জলের দুনিয়ায় টাটাদের প্রবেশ ঘটবে যদি টাটারা এই স্টেক কিনে নেয়।
তবে এখনও পর্যন্ত টাটা গ্রুপ বা বিসলেরির পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করা হয়নি কোনোরকম।টাটা গ্রুপের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাজারের কোনও জল্পনায় টাটা গ্রুপ মন্তব্য করে না । বিসলেরির পক্ষ থেকেও বক্তব্য প্রায় একই ধাঁচের। অর্থাৎ এই চুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে হওয়ায় বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ