Market

অনলাইন গ্রসারি ওয়ার্ল্ডে এবার নেমে পড়ল টাটা। জনপ্রিয় মুদি সংস্থা বিগ বাস্কেটের অধিকাংশ শেয়ার নিজে হাতে নিয়ে ফ্লিপকার্ট, অ্যামাজন, জিওমার্ট, গ্রফার্সের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতায় নামল টাটা গ্রুপ।
গত এপ্রিল মাসে ‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া’ টাটা ডিজিটালের এই অংশিদারিত্বে অনুমতি দিয়ে দেয়। বিগ বাস্কেটের ৬৪.৩ শতাংশের অংশীদারিত্ব নিজের হাতে নিল টাটা গোষ্ঠী।
অতিমারি পর্বে বিগ বাস্কেট অনলাইন গ্রসারি ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত। ২০১১ সালে ব্যাঙ্গালোরে পথচলা শুরু করে বিগ বাস্কেট। বর্তমানে সারা দেশের ২৫টি শহরে রয়েছে বিগ বাস্কেট। অতিমারি পরিস্থিতিতে এমনিতেই দেশবাসীর ভরসা অনলাইন মুদি দোকান। ব্যবসায়ী মহলের ধারণা অদূর ভবিষ্যতে অনলাইন গ্রসারি ব্যবসা ক্রমশই লাভজনক হয়ে উঠছে। এবার তাকেই পাখির চোখ করে বিগ বাস্কেটকে হাতে নিল টেক জায়ান্ট টাটা সন্স।
ব্যুরো রিপোর্ট