Trending

এবার টাটার এন্ট্রি রিনিউএবল এনার্জি ক্ষেত্রে। জানা গিয়েছে ইতিমধ্যে প্রায় ২ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে টাটা গ্রুপের পাওয়ার কোম্পানি টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি। কোম্পানিটি এই সাফল্য অর্জন করেছে মূলত, ব্ল্যাকরক-সমর্থিত GreenForest New Energy Bidco-কে ৮.৩৬ কোটি শেয়ার ইস্যু করে।
উল্লেখ্য যে, এই বছরের শুরুর দিকে , টাটা পাওয়ারের সাথে একটি দৃঢ় চুক্তি সম্পন্ন করেছে মুবাডালা ইনভেস্টমেন্ট কোম্পানি সহ BlackRock রিয়েল অ্যাসেটস-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এই চুক্তির অধীনে, টাটা পাওয়ার পুনর্নবীকরণযোগ্য শক্তিতে ৪,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে ১০.৫৩ শতাংশ শেয়ারের জন্য।
এদিকে, টাটা পাওয়ারের বিনিয়োগ এমন সময়ে ঘটছে যখন আদানি গ্রুপ এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের ক্লিন এনার্জি পোর্টফোলিও ক্রমাগত বাড়িয়ে চলেছে। গত মাসে টাটা গ্রুপের প্রধান এন চন্দ্রশেখরনের থেকে পাওয়া তথ্য মারফৎ, টাটা পাওয়ার আগামী পাঁচ বছরে ৭৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে গ্রিন এনার্জির জন্য ।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ