Market

অতিমারিতে একদিকে যখন অর্থনীতিতে হোঁচট, ঠিক তখনই নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দেশবাসীকে স্বস্তি দিল ভারতের কিছু প্রথম সারির সংস্থা। যাদের মধ্যে শীর্ষে রয়েছে টাটা গ্রুপ। তারপর রিলায়েন্স এবং মাহিন্দ্রা। ব্যাঙ্কিং এবং ফিনান্স সার্ভিস সেক্টরের মধ্যে উল্লেখযোগ্য ভাবে জায়গা দখল করে রেখেছে এসবিআই এবং এইচডিএফসি।
ভারতের শীর্ষ ১০০ ব্র্যান্ডের মোট মূল্য ২ শতাংশ বেড়েছে। ২০২০ সালে যা ছিল ১৬২.১ বিলিয়ন ডলার, ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৬৪.৯ বিলিয়ন ডলার।
ভারতের সর্বাধিক ব্র্যান্ডের খেতাব ধরে রেখেছে টাটা গ্রুপ। যারা অতিমারি সংকটেও নিজের লক্ষ লক্ষ কর্মীদের রক্ষা করে একটানা সার্ভিস দিয়ে চলেছে। বর্তমানে টাটার ব্র্যান্ড ভ্যালু অঙ্কের হিসেবে দাঁড়িয়েছে ২১.৩ বিলিয়ন ডলার। এরপরেই রয়েছে রিলায়েন্স এবং মাহিন্দ্রা। আইটি জগতে টাটা ছাড়াও রয়েছে ইনফোসিসের নাম। যদিও ব্র্যান্ড ভ্যালুতে এবার ধাক্কা খেয়েছে উইপ্রো।
ব্যাঙ্কিং সেক্টরেও স্পষ্ট হয়েছে হাসিমুখ। এইচডিএফসি, এসবিআই এর পরে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ব্র্যান্ড ভ্যালুতে মোটের ওপর এই সংস্থাগুলি রয়েছে একেবারে সামনের সারিতেই।
স্বাভাবিকভাবেই যখন অতিমারির এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সবদিক থেকে বেহাল অর্থনীতির ছবিটাই দেশবাসীর কাছে ক্রমশ প্রকট হয়ে উঠছিল, ঠিক তখনই ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি নিঃসন্দেহে অর্থনীতির গতি বৃদ্ধি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
ব্যুরো রিপোর্ট