Market

সকল জল্পনার অবসান। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার মালিকানা নিচ্ছে টাটা গোষ্ঠী। স্পাইস জেটের প্রোমোটার অজয় সিং এর সঙ্গে কড়া প্রতিদ্বন্দীতার পর টাটা গোষ্ঠীর হাতেই থাকল এয়ার ইন্ডিয়ার সফর।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া কেনার জন্য টাটা গোষ্ঠী খরচ করেছে প্রায় ১৫-২০ হাজার কোটি টাকা। কেন্দ্র বিমান সংস্থার ১০০% শেয়ার ছেড়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচবে।
টাটাদের হাতে এয়ার ইন্ডিয়া আসার কারণে আবার নতুন করে যেমন বিমান সংস্থাটি বেঁচে ওঠার জন্য বাড়তি অক্সিজেন পাবে, তেমনি বর্তমান পরিস্থিতি ধরলে এয়ার ইন্ডিয়ার ইতিহাস সম্পূর্ণ হবে।
১৯৩৭ সালে এয়ার ইন্ডিয়ার জন্ম হয় শিল্পপতি জেআরডি টাটার হাত ধরে। দশ বছরের মাথায় সংস্থাটি সরকারের হাতে চলে যায়। দেশের বৃহত্তম এই বিমান সংস্থা নিজের আভিজাত্য ছড়িয়েছিল বিদেশেও। একসময়ের মহারাজা সময়ের সঙ্গে তাল মিলিয়ে জরাজীর্ণ হয়ে পড়ে। ঋণের অঙ্ক পৌঁছায় ৪৩ হাজার কোটি টাকায়। কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এয়ার ইন্ডিয়ার দায়িত্বভার বদলের সিদ্ধান্ত নেন।
এরপরেই টাটা গোষ্ঠী উঠেপড়ে লাগে এয়ার ইন্ডিয়াকে ফিরে পাবার জন্য। আর সেই প্রক্রিয়াই অবশেষে সম্পন্ন হল।
ব্যুরো রিপোর্ট