Prime
Daily
নতুন ফর্মুলাতে বদলে যাবে কোকাকোলার স্বাদ
By sanchitabpn21 | September 6, 2021
Daily
স্বাদ বদলাচ্ছে কোকোকোলা। নতুন ফর্মুলাতে বদলে যাবে কোকাকোলার স্বাদ। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, কোকাকোলা জিরো সুগার বা কোক জিরো নামের এই ড্রিঙ্কের ফ্লেভারে পরিবর্তন আনা হচ্ছে।
২০১৭ সালের পর এবার ফের ফ্লেভর বদলাচ্ছে জনপ্রিয় এই পানীয় কোম্পানি। সংস্থার দাবি, জিরো ক্যালরিযুক্ত কোক-এর এই নতুন ফ্লেভর মন জয় করে নেবে ক্রেতাদের। উন্নত করা হয়েছে পানীয়ের মান। ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে কোকাকোলার এই নতুন সংস্করণ।
স্বাদ বদলের দরুন প্রশংসা কুরানোর পাশাপাশি গ্রাহকদের থেকে নেতিবাচক মন্তব্যও এসেছে সংস্থার কাছে। তবুও সব বাধা কাটিয়ে উঠে মার্কিন যুক্তরাষ্ট্রের লো-ক্যালোরি সোডার বাজারে চুটিয়ে ব্যবসা করছে কোক জিরো।
ব্যুরো রিপোর্ট