Daily

করোনায় আক্রান্ত হলেন তসলিমা নাসরিন। গত রবিবার, ৯মে তাঁর করোনায় আক্রান্ত হবার খবর তিনি টুইটারের মাধ্যমে প্রকাশ করেন। একইসঙ্গে অবাক হয়েছেন তাঁর রিপোর্ট পজিটিভ আসায়।
লেখিকার দাবি অনুযায়ী, এক বছরের বেশি তিনি বাড়ির বাইরে পা রাখেননি। এমনকি কাউকে বাড়িতে প্রবেশের অনুমতিও দেননি। তাঁর একমাত্র পোষ্য বিড়ালের সঙ্গেই কেটেছে গোটা একটা বছর। এর মধ্যেও কিভাবে ভাইরাসের থাবা পড়ল, তা জানার ইচ্ছেও প্রকাশ করেছেন। যদিও এখন তাঁর শারীরিক অবস্থা কেমন, সেই নিয়ে তিনি কোন কথা বলেননি।
বাংলাদেশ লেখিকাকে বিতাড়িত করার পর ১৯৯৪ সাল থেকে তিনি দিল্লিতে একাকী থাকেন। সামাজিক মাধ্যমে তাঁর যাতায়াত থাকলেও বাড়ির বাইরে তেমন একটা পা রাখতেন না তিনি।
ব্যুরো রিপোর্ট