Daily
প্রয়াত হলেন কিংবদন্তী প্রবীণ পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত ১৪ জুন ভর্তি হয়েছিলেন।
ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার বোগরায় ১৯৩১ সালে ৪জুলাই জন্মেছিলেন তরুণ মজুমদার। রসায়ন শাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে পড়াশুনো শেষ করেন তিনি। পড়াশুনো শেষে কয়েকবছর বাদেই সিনেমা তৈরিতে হাত দেন তিনি। ‘কাঁচের স্বর্গ’ সিনেমার জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন ১৯৬২ সালে। মোট চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া সম্মানিত হয়েছেন ফিল্মফেয়ার, বিএফজেএ, আনন্দলোক পুরস্কারে। তরুণ মজুমদারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় ১৯৯০ সালে।
তরুণ মজুমদারের পরিচালিত সিনেমা গুলোর মধ্যে নিমন্ত্রণ, দাদারকীর্তি, পলাতক, আলো প্রভৃতি উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার চলচ্চিত্র জগত।