Daily

লকডাউন শেষ হতে এখনও ১৩ দিন মত বাকি। কিন্তু দর্শনার্থীদের অতদিন আর অপেক্ষা করাল না তারকেশ্বর মন্দিরের কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই খুলে যেতে চলেছে মন্দিরের দরজা। তবে যেহেতু এখনও করোনার দাপট একেবারে মিলিয়ে যায় নি তাই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেও রাখা হয়েছে কিছু নির্দেশ।
প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। মন্দিরের ১ এবং ২ নম্বর গেট দিয়েই ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। যদিও গর্ভগৃহে এখন ভক্তদের প্রবেশে জারি আছে নিষেধাজ্ঞা। সেখানে রাখা থাকবে একটি চোঙ। সেই চোঙের মাধ্যমেই জল ঢালতে হবে ভক্তদের।
উল্লেখ্য, করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ার পর গত ১০ এপ্রিল থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ হলেও দরজা খোলা ছিল ভক্তদের জন্য। কিন্তু ৯মে দেখা যায় মন্দিরের বেশ কয়েকজনের শরীরে করোনা থাবা বসিয়েছে। তারপরেই অন্দির বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে প্রকোপ একটু কমে আসায় আবারও খুলে দেওয়া হচ্ছে মন্দিরের দরজা। যদিও পরিস্থিতির দিকে কড়া নজর থাকবে কর্তৃপক্ষের।
ব্যুরো রিপোর্ট