Daily

এতদিন গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ ছিল। এবার সংক্রমণের ভয়াবহতা এড়াতে আগামীকাল থেকে পুরোপুরি বন্ধ হতে চলেছে হুগলির প্রসিদ্ধ তারকেশ্বর মন্দিরের দরজা। শনিবার এই নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। জানান হয়েছে, রবিবার থেকেই লাগু হবে এই নতুন নিয়ম।
কলকাতা, হাওড়ার মত হুগলিতেও বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে সরকার থেকে সাধারন মানুষের মধ্যেও। আর তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে। ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা এখানে বেশি। আর সেই কারণেই এত বড় সিদ্ধান্ত নেওয়া হল মন্দির কর্তৃপক্ষ মারফৎ। কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা জারি হলেও মন্দিরের নিজস্ব উপাচারে কোন ভাটা পড়বে না। যেমন প্রতিদিন পুজো হয় তেমনি পুজো করবেন মন্দিরের পুরোহিতরা। যদিও কতদিন এই নিয়ম জারি থাকবে, সেই বিষয়ে খোলসা করেনি মন্দির কর্তৃপক্ষ।
গত সেপ্টেম্বর মাসে মন্দিরের দরজা খোলা হলেও গর্ভগৃহে ভক্তদের প্রবেশ বারণ ছিল। তারপর ফেব্রুয়ারিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। গাজনের তুমুল ভিড়ে আবারও গর্ভগৃহে প্রবেশে রাশ টানে কর্তৃপক্ষ। কিন্তু সংক্রমণ যেহারে বাড়ছে তারপর আবারও মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোন উপায় ছিল না কর্তৃপক্ষের কাছে।
ব্যুরো রিপোর্ট