Daily

অর্থনীতির শীর্ষ দশে-ই থাকতে চায় তুরস্ক। তাই বৃহৎ থেকে বৃহত্তর বিনিয়োগের পথে হাঁটছে তুরস্ক সরকার। বিশ্বজোড়া করোনা অতিমারি আবহে অন্যান্য দেশের মতই কার্যত ভেঙ্গে পড়েছিল তুরস্কের অর্থনৈতিক মেরুদণ্ড। তবে একদিন ঝড় থেমে গেলে পৃথিবী তো শান্ত হওয়ার কথা ছিলই।
ঝড় থামেনি। ঝড়ের সঙ্গে যুঝতে আমরা শিখে গিয়েছি। আর তাই একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতি। ঘুরে দাঁড়াচ্ছে তুরস্ক। গোটা বিশ্বজুড়ে চলতে থাকা বেশ কয়েকটি মেগা প্রোজেক্টের মধ্যে অর্ধেকেরও বেশি প্রকল্পের বাস্তবায়নও করে ফেলেছে দেশটি। টার্গেট যখন টপ টেন তখন তাকে আর আটকাতে পারে, এমন সাধ্য কার আছে!
গত অর্থনৈতিক বর্ষে ১০% পর্যন্ত সংকুচিত হয় দেশটির অর্থনীতি। সাধারণ মানুষের সাধ্য ছাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছিল লাগামছাড়াভাবে। জ্বালানীর দাম বাড়ায় নেগেটিভ প্রভাব পড়েছিল কৃষি থেকে শুরু করে বাজারদরেও। তবে চলতি অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে প্রায় ৪%। সম্প্রতি সেদেশে সেতু উদ্বোধনের একটি অনুষ্ঠানে গিয়ে একথা ঘোষণা করেন তুরস্কের প্রেসিডেন্ট।
আশার আলো শোনা গেল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাসেও। চলতি বছর তুরস্কের অর্থনীতির ৬ % বৃদ্ধি হবে বলে জানিয়েছে তারা। পাশাপাশি সেদেশের বাজেট ঘাটতিও সাড়ে ৩%-এ নেমে আসবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থা। এখন ঝড় কাটিয়ে উঠে অর্থনীতির শীর্ষ দশে তুরস্ক জায়গা করে নিতে পারে কি না সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট