Prime
Daily
ট্যাঙ্কার ও মোটর বাইকের সংঘর্ষ, মৃত ১
By Business Prime News | April 23, 2021
Daily
তেল ট্যাঙ্কার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ৫০ বছর বয়স্ক এক ফেরিওয়ালার । পুলিশ জানিয়েছে মৃতের নাম মহবুল সেখ। সুত্রের খবর, এদিন তিনি বর্ধমান থেকে তার বাড়ি রঘুনাথগঞ্জের তেঘড়ি নয়াপাড়া এলাকায় যাচ্ছিলেন এবং সেই সময়েই খড়গ্ৰামের শেরপুর বাজারের কাছে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ফেরিওয়ালার, পরে স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িটিকে আটক করে। তারা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ।
সঞ্জয় চৌধুরী, ফরাক্কা