Market
তালিবানি শাসনে আফগানিস্তান তৈরি করছে প্রথম সুপারকার। একটু অবাক লাগতে পারে, যে তালিবানি শাসনে যেখানে দেশের উন্নতি প্রায় থমকে গিয়েছে, সেখানে এমন প্রযুক্তির কেরামতি দেখাচ্ছে কারা? কেরামতি দেখাচ্ছেন আফগানিস্তানের ৩০ জন ইঞ্জিনিয়ার। তালিবানি প্রশাসনের পূর্ণ সহযোগিতায়। জানা যাচ্ছে, কাবুলের একটি গাড়ি সংস্থা এনটপ এবং আফগানিস্তানের টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করছে এই সুপারকারটি। এই বিষয়ে আরও বলছি বিস্তারিত। তার জন্য নজর থাকুক পুরো প্রতিবেদনে।
সত্যি বলতে গেলে, তালিবানের হাতে আফগানিস্তানের ভাগ্য চলে যাওয়ার পর থেকে সেই দেশে অন্ধকার নেমেছে বলাই যায়। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেটা তালিবানদের জন্য বেশ নেগেটিভ মনোভাব তুলে ধরে। যেখানে গোঁড়ামির পরিচয় দিতে গিয়ে প্রযুক্তি থেকে বিজ্ঞান, শিক্ষা থেকে সব কিছুই অন্ধকারের দিকে এগিয়ে চলেছিল, সেখানে তাদের আমলেই তৈরি হল সুপারকার! তালিবান প্রশাসন মনে করছে, গাড়িটি তৈরি করে ইতিমধ্যেই একটা নজির তৈরি করে ফেলেছে দেশটি। আর সত্যি বলতে গেলে, সুপারকারই বটে। যেমন তার লুক, তেমনই এই গাড়ির চেহারা। তৈরিও করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। উল্লেখ্য, এই সুপারকারটির নাম রাখা হয়েছে মাডা ৯। কী কী ফিচার রয়েছে এই গাড়িটিতে?
জানা গিয়েছে, গাড়িটিতে ব্যবহার করা হয়েছে টয়োটা করোলা ইঞ্জিন। আর যেহেতু এটা সুপারকার, তাই ইঞ্জিনকে শক্তিশালী করার দিকে নজর দিয়েছিলেন সেই দেশের ইঞ্জিনিয়াররা। আমরা সকলেই ফর্মুলা-১ রেসের গাড়িগুলোর সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। জানা গিয়েছে, এই গাড়িতে যে ধরণের টিউবুলার চেসিস থাকে, সেই একই ধরণ ব্যবহার করা হয়েছে এই সুপারকারে। আর আমরা সকলেই জানি যে আফগানিস্তান পুরোটাই পার্বত্য এলাকা। তাই উঁচু, নিচু অসমতল পাহাড়ি রাস্তা দিয়েও যাতে ছোটা যায়, সেভাবেই তৈরি করা হয়েছে এই গাড়িটি। স্বাভাবিকভাবেই, গাড়িটি নিয়ে তালিবান প্রশাসন প্রযুক্তিগত উন্নয়নের একটা ছাপ লক্ষ্য করছে। ফলে, সুপারকারের দাম যে সুপার হবে সেটা বলাই যায়। মনে করা হচ্ছে, আফগানিস্তানে এই গাড়িটির দাম পৌঁছে যেতে পারে ২ থেকে ৪ কোটি টাকার ওপরে।
তালিবানি শাসন শুরু হবার পর থেকে আফগানিস্তানের সার্বিক ভবিষ্যৎ কিছুটা প্রশ্নচিহ্নের মুখেই পড়ে যায়। এদিকে তালিবানি প্রশাসনের হাত ধরেই যে দেশটি এগোতে পারে সেই বিষয়ে তালিবানরাও নিজেদের প্রমাণ করতে কিছুটা মরিয়া হয়ে উঠেছিল। এই সুপারকারটি তৈরি করতে পেরে গ্লোবাল মার্কেটে নিজেদের একটা জায়গা তৈরি হল বলেই মনে করছে তারা। জানা গিয়েছে, আগামীতে বিশ্বের বেশ কয়েকটি দেশে বিক্রি হতে পারে আফগানিস্তানে তালিবানি শাসনে তৈরি প্রথম সুপার কার মাডা ৯। যদিও গাড়িটি এখনই আফগানিস্তানের বাজারে আসেনি। শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে। মনে করা হচ্ছে, এর মাধ্যমেই তালিবানি প্রশাসনের হাত ধরে গ্লোবাল মার্কেটে নিজেদের একটা ছাপ রাখতে পারে আফগানিস্তান।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ