Daily

তালিবানের সঙ্গে চিনের সম্পর্ক ভালোভাবে মিলমিশ খেলে ভারতের জন্য সেটা মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল দিল্লি। আর সেই আশঙ্কার পারদ আরেকটু চড়িয়ে দিলেন তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আফগানিস্তানের পুনর্গঠনে চিনের ভূমিকাই হতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ। একইভাবে আফগানিস্তানে যে বিপুল তামার খনি রয়েছে, তা চিন সরকার বিশ্ব বাণিজ্যের জন্য ব্যবহারও করতে পারে। এখানেই শেষ নয়। মুজাহিদ চিনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতিকে সমর্থনও জানিয়েছেন।
অন্যদিকে চিন তালিবানের প্রশংসা করে জানিয়েছে, এখনকার তালিবান অনেকটাই পরিবর্তিত। যুক্তি এবং বিচার বুদ্ধি দিয়ে সবদিক যাচাই করে নিতেও তারা সক্ষম। ফলে কাবুলের ওপর ভরসা রাখছে শিংফিং প্রশাসন। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে ভারত।
চিনের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক যেভাবে এগোচ্ছে তাতে ব্যবসায়িক স্বার্থে বড়সড় ধাক্কা খেতে পারে ভারত। এমনকি কাশ্মীর ইস্যুও খুব একটা সুবিধেজনক জায়গায় থাকবেনা।
ব্যুরো রিপোর্ট