Daily

তারিখটা ৯/১১। বিশ্বের ইতিহাসের পাতা উল্টে পাল্টে দেখলে তারিখটা শুনলেই রীতিমত আঁতকে উঠতে হয়। কি বীভৎস মারণলীলা চালিয়েছিল আল কায়েদা, যার স্মৃতি এখনও বেশ টাটকা। এবার কি তবে জেহাদিরা এই ৯/১১ কেই বেছে নিল আমেরিকাকে খোঁচা দেওয়ার জন্য? স্বাভাবিকভাবেই অস্বস্তিতে আমেরিকা।
আগামী ১১ই সেপ্টেম্বরই শপথ গ্রহণ করছে তালিবান। পূর্বাভাস তো এমনই। আল-কায়েদাকে জব্দ করতে ওই একই তারিখেই আফগানিস্তানে পাল্টে হামলা চালায় মার্কিন সেনাদল। এরপরই আফগান মুলুকে অবসান হয় তালিবানি শাসনের। এখন এতদিন পরে ক্ষমতা ফিরে পেয়ে তাই আমেরিকাকে জবাব দিতেই শপথ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে তালিবানরা, এমনটাই মনে করা হচ্ছে।
সুত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিন, তুরস্ক, ইরান, পাকিস্তান, কাতার ও আমেরিকার পাশাপাশি ভারতকেও আমন্ত্রণ জানিয়েছে তালিবান। যদিও ভারত সেই আমন্ত্রন পত্রের জবাব দিয়েছে বলে জানা যায়নি। আফগানিস্তানের অর্থনীতির হাল ফেরাতে প্রয়োজন বিনিয়োগের। আর তাই সমস্ত দেশের সাথে সুসম্পরক বজায় রাখতে চাইছে তারা।
ব্যুরো রিপোর্ট