Daily

কাবুলিওয়ালার দেশে তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকেই একের পর এক ভয়াবহতার ছবি প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। তালিবানি মহল থেকে এই বার্তা উড়ে আসছিল যে, ২০২১ এর তালিবান এবং ঠিক কুড়ি বছর আগের তালিবানের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। এবারের তালিবান অনেক বেশি মার্জিত। কিন্তু এই বার্তার অসারতা ধরা পড়ল তালিবানের নতুন কোপে।
সম্প্রতি ‘দ্য সান’ নামের একটি সংবাদ সংস্থা দাবি করেছে এবার আফগানের যৌনকর্মীদের খুঁজে খুঁজে বের করতে তৎপর হয়ে উঠেছে তারা। একটি তালিকা প্রকাশের খবরও শোনা যাচ্ছে। আফগানভূমির দেশে এই যৌনকর্মীদের খুঁজে বের করার পর মেরে ফেলা হবে বলেই জানা গিয়েছে।
পর্ণোগ্রাফিক সাইট খুঁজে দেখে যৌনকর্মীদের বের করার চেষ্টা করবে তারা। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবানরা রীতিমত আফগান নারীদের উপরে নৃশংস হত্যালীলা চালিয়েছিল। নারীদের উপর চরম অত্যাচার চালাত তারা। যা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তালিবানি দৌরাত্ম্যের আসল পরিচয়।
ব্যুরো রিপোর্ট