Daily

নাটকীয়ভাবে আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। প্রেসিডেন্ট পলাতক। পরাজিত আফগান সেনা। দিনের পর দিন আফগানিস্তানে কার্যত ঝোড়ো দাপট দেখাচ্ছে তারা। কিন্তু কিভাবে তালিবানদের পক্ষে দেশ দখল করে নেওয়া এত সহজেই সম্ভবপর হল?
দেখা গিয়েছে, তালিবানদের হাতে যেসকল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে তা কোন অংশেই মার্কিন সেনাদের থেকে কম নয়। জানা গিয়েছে, তালিবানের হাতে রয়েছে হ্যান্ডহেল্ড ইন্টেরাজেন্সি আইডেন্টিটি ডিটেকশন ইকুইপমেন্ট। যা তালিবানের হাতে সব ধরণের সরকারি তথ্য তুলে দিতে সাহায্য করেছে।
এছাড়াও রয়েছে একে-৪৭, এম-১৬, এম-৪ কার্বাইনের মত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। রয়েছে মার্কিন সেনাদের ব্যবহৃত অত্যাধুনিক রাইফেল। রয়েছে গ্রেনেড লঞ্চার, আফগান সেনার জন্য ব্যবহৃত হেলিকপ্টারও।
উল্লেখ্য, আফগান সেনাদের কাছেও এই ধরণের আগ্নেয়াস্ত্র মজুত ছিল মার্কিন সেনাদের দৌলতে। কিন্তু দেখা গেল, তালিবানের ক্ষিপ্রতার কাছে মাথা নত করতে হল আফগান সেনাদেরই।
ব্যুরো রিপোর্ট