Daily

৪ সেপ্টেম্বর, ২০১৮। দিনটা মনে পড়লেই, হাড়হিম হয়ে ওঠে। তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। থরে থরে সাজানো ছিল একাধিক লাশ। আর এসবের পরই নড়েচড়ে বসে রাজ্য সরকার। শুরু হয় পর্যবেক্ষণ, রক্ষণা-বেক্ষণের কাজ। তিলোত্তমার বহু পুরনো ব্রিজের রক্ষণা-বেক্ষণের কাজে যোগ হয় টালা ব্রিজের নামও। আর ঠিক যে কারনে, যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক অস্বস্তিজনক পরিস্থিতি তৈরি হয় উত্তর কলকাতার বাসিন্দাদের জন্য।
তবে এবার দিন গোনা শেষ। বাংলা নববর্ষে কলকাতাবাসীকে বড় উপহার দিতে চলেছে রাজ্য সরকার। পুনর্জন্ম হতে চলেছে উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী টালা ব্রিজের। নবরূপে, নবসাজে। সূত্রের খবর, নতুন টালা ব্রিজ হবে ৮০০ মিটার লম্বা এবং ১৯ মিটার মিটার চওড়া। চার লেনের ব্রিজ হবে বলে জানা গিয়েছে। সেতু তৈরিতে অবলম্বন করা হচ্ছে একেবারে আধুনিক প্রযুক্তি। কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির কথা মাথায় রেখে এক্ষেত্রে কোনরকম নাট-বল্টু ব্যবহার করা হচ্ছে না। ৩৮৫ টনের চলমান গাড়ির ওজন বহনে সক্ষম হবে এই নয়া টালা সেতু।
৩১ জানুয়ারি, ২০২০ থেকে বন্ধ টালা ব্রিজ। সেই থেকে দুর্ভোগের সীমা ছিল না কলকাতা বাড়ির। ঘুরপথে যাতায়াত করছিল ডানলপগামী বাস এবং গাড়িগুলো। তবে এবার সম্ভবত পয়লা বৈশাখেই চালু হতে পারে টালা ব্রিজ।
ব্যুরো রিপোর্ট