Daily

অব্যাহত সংক্রমণের দাপট। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবু হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। এখনও পথচলতি বহু মানুষের মুখ থেকে মাস্ক উধাও। তাই সচেতনতা বাড়াবার জন্য এগিয়ে এলেন দক্ষিণ দিনাজপুরের টেলরিং মাস্টার উত্তম বসাক।
বহুদিন ধরেই তিনি এই পেশার সঙ্গে যুক্ত। যে কারণে মাস্ক তৈরি করাটা ওর কাছে কোন অসুবিধার ব্যপারই নয়। টেলরিং-এর দোকান হওয়ায় জন্য দোকানের মধ্যেই প্রচুর কাপড়ের টুকরো পড়ে থাকে। অনেক কাপড় বেঁচেও যায়। সেই কাপড় দিয়েই উত্তমবাবু তৈরি করছেন মাস্ক। আর সেই মাস্ক তিনি বিক্রি করছেন না। বরং পথ চলতি মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন একেবারে নিখরচায়। উত্তমবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের পথচলতি মানুষেরা।
শিবশঙ্কর চ্যাটার্জী, বালুরঘাট