Daily

পদ্মশ্রী পেলেন বাংলার মেয়ে মৌমা দাস। বাংলার সোনা মেয়ে তিনি। ভারতের হয়ে দু’দশক ধরে টেবিল টেনিসে প্রতিনিধিত্ব করেছেন। একাধিক আন্তর্জাতিক ম্যাচে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলার মৌমা। প্রথম আন্তর্জাতিক পদক ঘরে আনেন ২০০০ সালে। আর এমন সোনার মেয়ের পদ্মশ্রী সম্মানে খুশি দেশের ক্রীড়া জগৎ।
কুড়ি বছরের ক্রীড়া কালে, ৭৫- এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কলকাতার মৌমা দাস। ৪০০- র বেশি ম্যাচ খেলার রেকর্ডও করেন এই স্বল্প কালেই। প্রথম অলিম্পিকে পদার্পণ ২০০৪-এ। সেবার তেমন নজির তৈরি না করতে পারলেও, ২০১৫ -র কমনওয়েলথের রূপোর পদক কিন্তু নিজের ঘরেই এনেছেন এই টেনিস তারকা। শুধু কি তাই? সুযোগ পান ২০১৬-র অলিম্পিকেও। সবচেয়ে বড় কথা, কমনওয়েলথে ভারতের হয়ে সর্বোচ্চ পদকজয়ী এই বাংলার মেয়েই।
এর আগেও ২০১৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার অর্থাৎ অর্জুন পুরস্কারে ভূষিত হন তিনি। আর তাঁর এই সাফল্যের গল্প এবং পুরস্কার গোটা ক্রীড়া জগতের ভবিষ্যতকে যে আরও বেশি করে অনুপ্রাণিত করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের ক্রীড়া জগৎ মানে যে শুধুই ক্রিকেট নয়, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেলো বাংলার মেয়ের এই সাফল্যে।
ব্যুরো রিপোর্ট