Daily

৩০-৩৫% কমতে পারে মাধ্যমিকের সিলেবাস, বড় ঘোষণা করলো রাজ্য। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস নিয়ে নির্দেশিকা জারি করলো রাজ্য। এছাড়াও পরীক্ষা পদ্ধতি নিয়েও এদিন ঘোষণা করে মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
এদিন স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়, যে পরের বছর পরীক্ষার্থীদের সশরীরে গিয়ে পরীক্ষা দিতে হবে। কমে যাবে ৩০-৩৫% পর্যন্ত সিলেবাস। শুধু তাই নয় কোন বিষয়ে কতটা করে সিলেবাস থাকবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল এই নির্দেশিকায়। পর্ষদের তরফে পেশ করা নির্দেশিকায় কোন বিষয়গুলি থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে ব্যাখ্যা মূলক প্রশ্ন থাকলেও মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নই বেশি থাকবে। সে ক্ষেত্রে ৯০ নম্বরের পরীক্ষা ধরেই প্রশ্নপত্রের বিভাজন দেওয়া হয়েছে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী।
করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলেরই সিদ্ধান্ত নেয় পর্ষদ তথা মুখ্যমন্ত্রী। কিন্তু অভিভাবকদের দাবির ভিত্তিতেই সশরীরে পরীক্ষা নেয়ার কথা ফের ঘোষণা করেন মমতা বন্দোপাধ্যায়। তবে এ বছর আগে থেকেই পরীক্ষার সিলেবাস দিয়ে দেওয়ার কারণে ছাত্রছাত্রীরা অনেকটাই মানসিক ভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেবে বলে মনে করছে পর্ষদ।
ব্যুরো রিপোর্ট