Academy

সম্প্রতি রাজ্য সরকার ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন’ বিষয়টির জন্য নির্দিষ্ট সিলেবাস তৈরির সিদ্ধান্ত নিতে চলেছেন। অনেক স্কুলেই এই আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন বিষয়টির শিক্ষক আছেন,পরীক্ষা হয়,ফলাফলও বের হয় কিন্তু যেটা নেই সেটা হল এই বিষয়ের নির্দিষ্ট সিলেবাস। এবার এই সিলেবাস তৈরির ব্যাপারেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আর এই কাজের দায়িত্বে আছেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটি যা সিলেবাস কমিটি নামেই পরিচিত।
এই আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন বিষয়টির নির্দিষ্ট কোন সিলেবাস না থাকায় স্কুলগুলো নিজেদের মত করেই পড়ুয়াদের পড়ায়। কিন্তু শিক্ষাদপ্তর মনে করছে যে এইরকম বিচ্ছিন্নভাবে নিজেদের ইচ্ছেমত ক্লাস করিয়ে পরীক্ষা নিলে কোন সমতা রাখা সম্ভব হচ্ছে না। তাই বিষয়টিকে নির্দিষ্ট সিলেবাসের ছকে বাঁধার প্রয়োজন রয়েছে।
এই সিলেবাস তৈরির ব্যাপারে রাজ্য সরকারের নির্দিষ্ট দুটি লক্ষ্য আছে। প্রথমত স্কুলের মধ্যে পড়াশুনার অত্যধিক চাপ ও একঘেঁয়েমির মাঝে কিছুটা আনন্দের সুযোগ করে দেওয়া ও শিল্প ভাবনায় উৎসাহী করে তোলা। আর দ্বিতীয়ত একেবারে প্রাথমিক স্তর থেকে পড়ুয়াদের কর্মসংস্থানের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা। আর এই দুই লক্ষ্য পূরণ করতেই রাজ্য সরকার সিলেবাস তৈরি করার ভাবনা শুরু করেছে। সিলেবাস কমিটি এই নিয়ে ইতিমধ্যেই কিছু পরিকল্পনাও করেছে বলে সূত্র থেকে জানা গেছে। এতে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের ট্র্যাডিশনাল বিভিন্ন বিষয় যেমন খাম তৈরি, সেলাই, লেটার বক্স বানানো ইত্যাদির সঙ্গে সঙ্গে নিউজ অ্যাঙ্করিং,রেডিও জকিং এর মতো কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত করতে চান কমিটির বিশেষজ্ঞরা। এছাড়াও তালিকায় আছে ইন্টিরিওর ডেকোরেশন,বাগান তৈরি,ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক্স তৈরি। ছক ভাঙ্গা সাবজেক্টের বাইরে বাংলার প্রথাগত শিল্প যেমন পটচিত্র,মুখোশ তৈরির ট্রেনিং এর কথাও মাথায় রেখেছে কমিটি। যে যে বিষয়গুলির সিলেবাসে অন্তর্ভুক্তির কথা ভাবা হয়েছে সেই সব বিষয়ে যদি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ না থাকে তাহলে এই উদ্যোগ কিন্তু কার্যকর হবে না। তাই শিক্ষকদেরও প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই ব্যাপারটি নিয়ে ভাবনাচিন্তা করার আশ্বাস দিয়েছে কমিটি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ