Market
বি পি এন ডেস্ক: অতিমারির প্রথম পর্যায় কেটে যাবার পরে, ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে নেমে পড়েছিলেন ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা। নিজেদের চেয়েও তাঁদের কাছে প্রধান হয়ে উঠেছিল দরজার ওপাশে থাকা মানুষেরা যারা খাবারের আশায় নিজেদের মোবাইল থেকে অর্ডার প্লেস করেছেন। যদিও তাঁরা সামনের সারির যোদ্ধা নন, তবু তাঁরাই তো এগিয়ে এসেছিলেন মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য।
এদিকে সংক্রমণের বহর ফের মাথা চাড়া দিয়ে উঠেছে দেশে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু কাজে কর্মীদের কোন বাধা নেই। তাই ফুড ডেলিভারি অ্যাপ সহযোগীদের জন্য এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল দেশের অন্যতম বড় ফুড ডেলিভারি অ্যাপ কোম্পানি সুইগী। গত বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হল, ২ লক্ষের বেশি ফুড ডেলিভারি সহযোগীদের কোভিড ভ্যাক্সিনের সম্পূর্ণ খরচা তারা বহন করবে। এবং দুটি ডোজ ভ্যাকসিন নেবার সময় যদি কোন দুর্ঘটনা ঘটে তার খরচাও বহন করবে সুইগী। যা গিগ ইকোনমির কর্মীদের জন্য দেশে সর্বপ্রথম।
সংস্থা দাবি করেছে, তাদের সঙ্গে যুক্ত আছেন প্রায় সাড়ে ৫ হাজার ডেলিভারি কর্মী যাদের বয়স ৪৫ এর ওপরে। ১ এপ্রিল থেকে ভ্যাক্সিনেশনের প্রক্রিয়া তাঁদের দিয়েই চালু হবে। স্বাভাবিকভাবেই স্যুইগির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ডেলিভারি অ্যাপ কর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট মহল।