Market

ব্যবসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে এই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ইতিমধ্যেই বিভিন্ন উচ্চ স্থানীয় কোম্পানিগুলো এই এ আই এর ওপর নির্ভর করেই তাদের উন্নয়নের পরিকল্পনা করেছে, যেমন উইপ্রো। এবার এই লিস্টে যোগ হল দেশের অন্যতম পপুলার ফুড ডেলিভারি সংস্থা সুইগি র নাম।
একটি সংবাদ সূত্রকে সুইগি জানিয়েছে যে, তাদের লক্ষ্য হল এ আই চালিত নিউরাল সার্চের মাধ্যমে ব্যবহারকারীদের কথোপকথন প্রসেসের সাহায্যে তাদের প্রিয় খাদ্য এবং মুদিখানার পণ্য খুঁজতে সাহায্য করা। এর ফলে একদিকে যেমন গ্রাহকরা নিজেদের পছন্দমতো পণ্য খুঁজে পাবেন অন্যদিকে কোম্পানির বিক্রি বাড়বে এবং পাশাপাশি নতুন নতুন খাদ্য পণ্য তৈরি করে যেসব সংস্থা তাদের ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
সংস্থার পক্ষ থেকে জানা গেছে যে এই পরিকল্পনা টি তারা সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষামূলক ভাবে শুরু করবে। গ্রাহকরা কত দ্রুত এই প্রকল্প টি গ্রহন করছেন এবং এর ফলে ব্যবসার সত্যি কতটা উন্নতি হচ্ছ সব দিক বিচার করেই সুইগি এই পদ্ধতি শুরু করবে।
তবে কথাতেই আছে “কারো পৌষ মাস, কারো সর্বনাশ”। সব ভালোর কিছু খারাপ দিকও থাকে। এখানেও তার ব্যাতিক্রম নয়। এই এ আই ব্যবহারের ফলে ব্যবসার উন্নয়ন হয়ত অনেক বাড়বে, লাভের অঙ্ক ও বাড়বে কিন্তু সেই সঙ্গে বহু কর্মচারী তাদের কাজ হারাবেন। কারণ যেসব কাজ এই এ আই পদ্ধতির দ্বারা সম্ভব হবে সেইসব কাজের জন্য কোম্পানি নিশ্চয়ই আর কর্মচারীদের ওপর নির্ভর করবে না তা বলাই বাহুল্য।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ