Trending

আচ্ছা যদি এমন হয়, আপনি বাড়ি থেকে বেরোলেন আপনার প্রয়োজনীয় কাজ মেটাতে। কিছুদূর যাবার পর মোবাইল দেখে খেয়াল হল আপনি চার্জে বসাতেই ভুলে গেছেন। কিন্তু মোবাইল ছাড়া তো আপনি অসহায়। তখন কি বিনা মেঘে বাজ পড়বে? নাকি আপনি যত পারবেন বেশি করে শরীরে ঘাম জমাবার চেষ্টা করবেন। কারণ আপনি জানেন, ঘাম হলে মোবাইল চার্জড হয়ে যাবে। সুতরাং চিন্তার কিছু নেই।
এতদূর পর্যন্ত পড়ে আপনি কোন কল্পবিজ্ঞানের গল্প বা সাই-ফাই সিনেমার প্লট ভাববেন না। কারণ অদূর ভবিষ্যতে আপনার কাছে থাকবে এমনই টেকনোলজি যে আপনার ঘাম থেকেই মোবাইলে চার্জ পর্যন্ত হয়ে যাবে। ধন্য বিজ্ঞান এবং প্রযুক্তি।
আসল ব্যপারটা হল, সম্প্রতি মার্কিন রসায়নবিদ এবং গবেষকরা তৈরি করেছেন একধরনের ‘ট্যাটুর স্টিক’ যা আপনার শারীরিক পরিশ্রম পরিমাপ করতে সাহায্য করবে। এখানেই শেষ নয়। এই স্টিক তৈরি করবে বিদ্যুৎও। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘ট্যাটু বায়োব্যাটারি’।
ত্বকের ওপর থাকে ঘামের ল্যাকটেটের অণু। সেই অণু এই নতুন সেন্সর দিয়ে মাপা সম্ভব হবে। ঘামেও ল্যাকটেট থাকে। আর যত বেশি ল্যাকটেট, তত বেশি বৈদ্যুতিক শক্তি। একটি যন্ত্রের সাহায্যে এই বিদ্যুৎ মাপা সহজ হবে। একইসঙ্গে ঘামে কতটা পরিমাণ ল্যাকটেট রয়েছে, সেটাও জানা যাবে নির্ভুল। এরপর পাতলা সেন্সরটি স্টিকারে ঢুকিয়ে আপনার শরীরে লাগিয়ে দিতে হবে। এই ল্যাকটেট থেকে উৎপন্ন বিদ্যুতেই চার্জ হবে আপনার স্মার্ট ফোন। তাহলে বুঝতেই পারছেন, ঘাম থেকে ফোন চার্জ হবার রহস্য।
ব্যুরো রিপোর্ট