Daily

প্রয়াত অভিনেত্রী এবং বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তের স্ত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত ৩ তারিখে তিনি কলকাতার মেডিকা হাসপাতালে বেশ কিছু উপসর্গ নিয়ে ভর্তি হন। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মৃত্যু হয় সত্যজিতের ‘বিমলা’র। কিডনির অসুখে ভুগছিলেন দীর্ঘদিন। চলছিল ডায়ালিসিস। থেমে গেল বর্ষীয়ান অভিনেত্রীর পথচলা।
১৯৭৮ সালে নান্দিকার নাট্যদলের সঙ্গে যুক্ত হলেও ১৯৭০ সাল থেকে তাঁর নাটকের দলে যাত্রা শুরু। খালেদ চৌধুরী, তাপস সেনের মত বিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়েছেন তিনি। তবে সিনেমার অভিনয় করে আপামর বাঙালি দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ সিনেমায় বিমলার চরিত্রে অভিনয় করে। তারপর দীর্ঘ অবসর। তার দীর্ঘ কয়েক বছর পর আবারও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই ফিরে আসা বেলাশেষে সিনেমায়। স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে রাজ্যের সংস্কৃতি মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পাপাই ভট্টাচার্য, কলকাতা