Trending

ভারতীয় বাজারে রেকর্ড সুজুকির। দেশে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করেছে ৬০ লক্ষ টু হুইলার। তবে সূত্রের খবর, শুধু গ্রাহকদের কথা ভেবেই নয়। সুজুকি এত বিপুল পরিমাণ টু হুইলার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছিল তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে।
৬ মিলিয়ন Avenis 125 মডেলটি সুজুকি তার গুড়গাঁওয়ের কারখানায় ম্যানুফ্যাকচার করেছে। ২০২২ সালের কথা মাথায় রেখে। করোনার ঢেউয়ে যখন গাড়ি বাজারের অবস্থা কার্যত জবুথবু হয়ে পড়েছিল, তখন সুজুকির এই রেকর্ড ব্রেকিং টু হুইলার ম্যানুফ্যাকচার দেশের গাড়ি শিল্পকে আলাদা অক্সিজেন দেবে। এমনিতেই করোনার আবহে দেশে গাড়ি শিল্পের অবস্থা বেহাল। মূলত সেমিকন্ডাক্টরের অভাব। যন্ত্রাংশের ঘাটতি। সব মিলিয়ে দেশের গাড়ি শিল্প একেবারেই টালমাটাল হয়ে পড়ে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও সুজুকির এই পদক্ষেপ যথেষ্ট সাহসী বলেই মনে করছে গাড়ি বাজার।
সংস্থা সূত্রে খবর, পণ্য এবং পরিষেবার দিকে সংস্থা কড়া নজর রাখার জন্য বিক্রির দিক থেকেও ভালোরকম প্রতিযোগিতায় ফেলে দিয়েছে অন্যান্য টু হুইলার সংস্থাকে। গত ডিসেম্বরে সুজুকি তাদের টু হুইলার বিক্রি করেছে ৫১,১৪৮ টি। যা নিঃসন্দেহে টু হুইলারের বাজারকে অনেকটাই জ্বালানি দিয়েছে। ২০০৬ সাল থেকে ভারতে সফর শুরু করে সুজুকি। দেখতে দেখতে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে এই সংস্থা। ১৫ বছর সাফল্যের সঙ্গে সফর করার পর নয়া চমক দিতে এই রেকর্ড ব্রেকিং টু হুইলার তৈরি করে ফেলল সুজুকি।
ব্যুরো রিপোর্ট