Prime
Market
সিএনজি গাড়ি বিক্রি হবে আশাতীত, মনে করছে মারুতি সুজুকি এবং হুন্ডাই
By Business Prime News | June 25, 2021
Market
সিএনজি গাড়ি উৎপাদন বৃদ্ধির দিকে ঝুঁকছে দুই প্রথম সারির গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি এবং হুন্ডাই মোটোর্স। সূত্রের খবর, মারুতি সুজুকি এই বছর ২ লক্ষ ৫০ হাজার সিএনজি গাড়ি বাজারে নিয়ে আসতে চলেছে ২০২১-২২ অর্থবর্ষে যা ৬০% এর বেশি।
একই পথে হাঁটছে হুন্ডাই। জনপ্রিয় এই গাড়ি সংস্থার লক্ষ্য বছরে ৩৫ হাজার ইউনিট সিএনজি মডেলের গাড়ি বিক্রি করার।
সংস্থাগুলির দাবি, যে হারে ক্রমশ পেট্রোল ডিজেলের দাম গ্যালোপিং গতিতে বাড়ছে সেই কারণে গ্রাহকদের মধ্যে সিএনজি গাড়ির ব্যবহার অনেকটাই বৃদ্ধি পাবে। মারুতি সুজুকির মার্কেটিং অ্যান্ড সেলের একজিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তবের দাবি, পেট্রোল ডিজেলের দাম ক্রমশ বাড়তে থাকার জন্যই সিএনজি গাড়ির চাহিদা গ্রাহকদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সেই কারণেই বেশি সংখ্যক সিএনজি গাড়ি তৈরির সিদ্ধান্ত।
ব্যুরো রিপোর্ট