Daily
রাজ্যে সৌজন্যের রাজনীতি তবে কি কর্পূরের মত উবে গেল? প্রশ্ন তুলছেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ, যেভাবে রাজ্যে বিরোধী দলের নেতা থেকে মেজ, সেজরা কথা বলছেন, তাতে এই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক। বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষের সাম্প্রতিকতম কুকথার ফুলঝুরির পরে এবার কুকথা বলা নেতাদের দলে নাম লেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নিন্দনীয় ভাষায় আক্রমণ করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
ঘটনার সূত্রপাত গত শনিবার নন্দীগ্রামে তৃণমূলের জনসভায় সৌমেন মহাপাত্রের বক্তব্যকে কেন্দ্র করে। দেখুন, শনিবার তৃণমূলের জনসভায় ঠিক কী বলেছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাল্টা কলকাতায় বিজেপি রাজ্য দফতরে বসে ঠিক কী বললেন শুভেন্দু অধিকারী। আর পাল্টার পাল্টা হিসেবে গতকাল পাঁশকুড়ায় নিজের বাড়িতে কী বললেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। দেখুন সেই তরজার তরজা।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর