Daily

এখন তাঁর মন্ত্রীত্ব নেই। তিনি শাসকদলেও নেই। সুতরাং সল্টলেকের শ্রাবণী আবাসনে রাজ্য সরকারের মঞ্জুর করা যে ফ্ল্যাট এই প্রাক্তন মন্ত্রীর নামে রয়েছে, তা অবিলম্বে ছেড়ে দেবার নোটিশ দিতে পারে রাজ্য সরকার। তিনি নন্দীগ্রামের ভূমিপুত্র এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, মন্ত্রী হবার পর একটি ফ্ল্যাটের আবেদন করেছিলেন রাজ্যের এই বিরোধী দলনেতা। তখন শাসকদলের প্রিয়ভাজন হবার কারণেই শুভেন্দুকে একটি ফ্ল্যাট দেয় রাজ্য সরকার। যেটি ৪/৩ সল্টলেকের শ্রাবণী আবাসনের। শুভেন্দু ঘনিষ্ঠ আরও এক নেতা সুনীল মন্ডলের ফ্ল্যাট রয়েছে এই আবাসনে। তিনিও শুভেন্দুর মত তৃণমলকে ত্যাগ করেছেন।
উল্লেখ্য, অন্যান্য সরকারি আবাসনের চেয়ে শ্রাবণীর আবাসন অপেক্ষাকৃত অনেকটাই বড়। যেগুলি সাধারণ তিন কামড়ার একটি ফ্ল্যাট। যেগুলি আয়তনে প্রায় ২ হাজার স্কোয়ার ফুটের। সেই দুটি আবাসনই এখন ছেড়ে দেবার নির্দেশ দেবে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর।
ব্যুরো রিপোর্ট