Daily

এই নির্বাচনের পর থেকে এগেন্সট মমতা বললে যার নাম প্রথমেই মাথায় আসে তিনি নন্দিগ্রামের খিলারি শুভেন্দু অধিকারি। যে কারণে বিরোধী দলনেতা হিসেবে তিনিই ছিলেন এগিয়ে। আর সেইমতই সোমবারে শুভেন্দুকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিল গেরুয়া শিবির।
সোমবার পরিষদীয় দলের বৈঠক ডাকে বিজেপি নেতৃত্ব। যেখানে বিরোধী দলনেতা কে হবেন তা বাছাই করার জন্য দায়িত্ব পড়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের ওপর। দলের নির্দেশমত উপস্থিত ছিলেন ৭৭ জন বিধায়ক। সেখানেই শুভেন্দু অধিকারিরর নাম প্রস্তাব করেন খোদ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। যদিও বিরোধী দলনেতা হিসেবে মুকুল রায়ও ছিলেন এগিয়ে। কিন্তু তাঁর কুর্সির জন্য সাংগঠনিক অনেক দায়িত্ব দেখতে হয় মুকুলকেই। তাছাড়া যেখানে শুভেন্দু অধিকারি নিজে মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে হারিয়েছেন সেখানে তাঁর নামই যে প্রস্তাবে গৃহীত হবে এ তো জানা কথাই। শুভেন্দুর নাম প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ২২ জন বিধায়কই। অন্যান্য বিধায়করাও বিরোধী দলনেতা হিসেবে আর কারুর নাম প্রস্তাব করেননি। তাই শুভেন্দুই হলেন গেরুয়া শিবিরের বিরোধী দলনেতা।
ব্যুরো রিপোর্ট